Kajal Aggarwal And Her Hubby, Gautam Kitchlu Embrace Parenthood, Blessed With A Baby Boy

By | April 19, 2022

নয়াদিল্লি: টিনসেল টাউনে একের পর এক সুখবর। বিয়ের খবরের পাশাপাশি মিলছে সন্তান জন্মের খবরও। এবার আরও এক অভিনেত্রীর বাড়িতে এল নতুন সদস্য। অভিনেত্রী কাজল আগরওয়াল (Kajal Aggarwal) ও তাঁর স্বামী গৌতম কিচলুর (Gautam Kitchlu) কোলে এল ছেলে (baby boy)। মঙ্গলবার সকালে সদ্যোজাতের খবর দিলেন দম্পতি।

বাড়িতে নতুন সদস্য

কাজল আগরওয়াল ও গৌতম কিচলুর বাড়িতে নতুন সদস্য। ছেলের জন্ম দিলেন অভিনেত্রী। মা ও সন্তান দুই জনেই ভাল রয়েছেন। জানা গেছে ঘনিষ্ঠ মহল সূত্রে। 

সূত্রের খবর, ‘মঙ্গলবার সকালে সন্তানের জন্ম হয় মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে। মা এবং সন্তান দু’জনেই ভাল আছেন।’ সম্প্রতি, কাজল তাঁর ইনস্টাগ্রামে স্বামী এবং ‘সুন-টু-বি’ বাবা গৌতম কিচলুর জন্য একটি আবেগঘন নোট লেখেন। সেখানে তাঁকে একজন যত্নশীল স্বামী হিসাবে এবং নিঃস্বার্থ হওয়ার জন্য প্রশংসা করেছেন।

স্বামীর উদ্দেশে কাজল আগরওয়াল

দিন কয়েক আগে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে স্বামী গৌতম কিচলুর উদ্দেশে দীর্ঘ পোস্ট করেন কাজল আগরওয়াল। দুটি রোম্যান্টিক ছবি এদিন তিনি পোস্ট করেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে। তিনি লেখেন, ‘প্রিয় স্বামী, অনেক ধন্যবাদ সেরা স্বামী এবং হবু বাবা যা প্রতিটা মেয়েই চেয়ে থাকে, তা হওয়ার জন্য। অনেক ধন্যবাদ নিজের কথা না ভেবে আমার জন্য এত কিছু করার জন্য। তুমি জানো আমার মর্নিং সিকনেস আসে। তাই প্রতি রাতে আমি হাঁটতে বেরই। নিজের কথা না ভেবে আমাকে এভাবে সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ। সবসময় আমার খেয়াল রেখেছ। আমি সঠিকভাবে খাবার খেয়েছি কিনা, জল খেয়েছি কিনা, বিশ্রাম নিয়েছি কিনা। আমাদের সন্তান আসার আগে কত যত্ন নিয়েছ আমার। আমি জানতে চাই, তুমি ঠিক কতটা অসাধারণ একজন আর জানি তুমি কতটা অসাধারণ একজন বাবা হতে চলেছ।’

আরও পড়ুন: Ranbir-Alia Marriage: আলিয়ার বন্ধুদের ১২ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি ‘রকস্টার’ রণবীরের, বিয়ের নতুন ছবি ভাইরাল

See also  เอ็นกุนกูอยากย้ายแต่ไลป์ซิกพร้อมรั้ง | thsport.com - thsport.com