ম্যাঞ্চেস্টার সিটিকে (Manchester City) হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) ফাইনালে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। সেমিফাইনালের ফিরতি গেলে ৩-১ গোলে পেপ গুয়ার্দিওলার দলকে হারিয়েছে কার্লো আন্সেলোত্তিওর ছেলেরা। প্রথম পর্বের সাক্ষাতে ৪-৩ গোলে জিতেছিল ম্যান সিটি। কিন্তু তখনই হুংকার দিয়ে রেখেছিলেন বেঞ্জেমা, যে ঘরের মাঠে ফিরতি লেগে তাঁরাই জিতবেন। আর হলও তাই। নাটকীয় ম্যাচের শেষে বাজিমাত রিয়ালের। ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ লিভারপুল।
May 05, 2022 | 10:01 AM
Most Read Stories